Site icon Jamuna Television

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

ফাইল ছবি।

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪-৮৮ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এ মাত্রা ৮৮ মিলিমিটারের বেশি হয়ে অতিভারী বর্ষণে রূপ নিতে পারে।

এ পরিস্থিতিতে বিশেষভাবে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়েছে, কারণ অতিবৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এমএইচ

Exit mobile version