Site icon Jamuna Television

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হলেন আলী লারিজানি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি’র প্রধানের দায়িত্ব পেয়েছেন আলী লারিজানি। বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এ তথ্য জানায়।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির সাবেক এই সংসদ স্পিকারকে শীর্ষ নিরাপত্তা সংস্থাটির প্রধানের দায়িত্ব সোপর্দ করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, নিরাপত্তা কাউন্সিলে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দু’জন প্রতিনিধির একজন হতে যাচ্ছেন লারিজানি।

এ দায়িত্বে ইরানের জাথীয় নিরাপত্তার সকল ঝুঁকি মূল্যায়ন করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন তিনি। ইরানের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর নিরাপত্তা সংস্থাটির কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় তেহরান।

/এআই

Exit mobile version