Site icon Jamuna Television

‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

বুধবার (৬ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দেশে ফ্যাসিবাদী কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। গণঅভ্যুত্থান দিবসের এই কর্মসূচিতে দলের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।

/এমএইচ

Exit mobile version