
১২ দলীয় জোটে যুক্ত হলো নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)। এসময় নতুন আত্মপ্রকাশ করা ইউএলপির সব পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের উপস্থিতিতে দলটি জোটে যোগদান করেন।
এসময় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বৈঠকে বসবেন। এই বৈঠকে আগামীর রাজনীতির নানা বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
/এমএইচ



Leave a reply