
পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কিংবদন্তি অধিনায়ক জর্জ কস্তা মৃত্যুবরণ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান তিনি।
পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে কাজ করছিলেন পর্তুগালের সাবেক এই ডিফেন্ডার। মঙ্গলবার (৫ আগস্ট) ক্লাবের অনুশীলন সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন কস্তা।
পোর্তোর হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার তার। জোসে মরিনিয়োর অধীনে ২০০৪ সালে কস্তার নেতৃত্বেই চ্যাম্পিয়নস লিগ জেতে ক্লাবটি। আর ২০০৩ সালে জেতে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ)। পাশাপাশি পোর্তোর হয়ে টানা ৫টি লিগ শিরোপা জেতেন কস্তা। সবমিলিয়ে ক্লাবটির হয়ে ১৩ মৌসুম খেলে শিরোপা জেতেন ২৪টি।
ক্লাব ক্যারিয়ারে খেলা ৫৩০ ম্যাচের মধ্যে জর্জ কস্তা পোর্তোর হয়ে খেলেছেন ৩৮৩টি। আর পতুর্গালের জার্সিতে খেলেছেন ৫০ ম্যাচ।
এর আগে, গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পোর্তোর সাবেক উইঙ্গার দিয়োগো জোতার। তার ভাই পোর্তোর সাবেক ফুটবলার আন্দ্রে সিলভাও মারা যান একই দুর্ঘটনায়। আর এবার হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমালেন পর্তুগিজ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী এই সাবেক অধিনায়ক।
/এএম
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply