Site icon Jamuna Television

আসছে ইয়াশ-নীহার নাটক ‘উইশ কার্ড’

ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে।

সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক রিলিজ পর্যন্ত।

/এটিএম

Exit mobile version