Site icon Jamuna Television

অবৈধ সম্পদ: স্বরাষ্ট্রের সাবেক অতিরিক্ত সচিব হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা করছে দুদক।

বুধবার (৬ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, হারুন-অর-রশিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদের মালিক হয়েছেন এবং দখলে রেখেছেন। এছাড়াও তার এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক একাউন্টে ২৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৪২৬ টাকা জমা হয়েছে। এছাড়া, ২৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩১৩ টাকা উত্তোলন করেছেন তিনি। সবমিলিয়ে মোট লেনদেনের পরিমাণ ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকা।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২৭(১)  মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ৪(২) ও ৪(৩) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারায় ৫(২) মামলা দায়ের করেছে দুদক।

/আরএইচ

Exit mobile version