Site icon Jamuna Television

নড়াইলে শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

ফাইল ছবি।

নড়াইলে তিন বছর বয়সী শিশু নুসরাত জাহানকে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জোবাইদা বেগম বর্তমানে পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর
অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে মামলার বাদী সজীব কাজীর সঙ্গে তার প্রথম স্ত্রী রুপা খাতুনের সংসার ভেঙে যায়। এই দম্পতির দুজন সন্তান ইয়ামিন (৫) ও নুসরাত (৩) দাদার বাড়িতে থাকতেন। পরে সজীব জোবাইদা বেগমকে বিবাহ করেন। এরপর ২০২৩ সালের ২৭ ফেব্রয়ারি নুসরাতের বড় ভাই ইয়ামিন তাকে মারধর করে। এতে নুসরাত কান্নাকাটি করলে সৎ মা জোবাইদা বেগম কান্না থামাতে শিশুটিকে ঘরের একটি কক্ষে নিয়ে যান। একপর্যায়ে জোবাইদা নুসরাতের মুখ চেপে ধরেন। এর ফলে শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যায়। পরে জোবাইদা শিশুটির মরদেহ কম্বল দিয়ে মুড়িয়ে শ্বশুরের বারান্দার খাটে শুইয়ে রাখেন।

আদালত সূত্রে আরও জানা যায়, পরে শিশুটির দাদী বাড়িতে নুসরাতের খোঁজ করলে জোবাইদা জানায় সে বারান্দায় ঘুমিয়ে আছে। পড়ে সেখানে গিয়ে নুসরাতের নিথর দেহ দেখতে পান তিনি। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার দিনই সজীব কাজী ও জোবাইদা বেগমকে আটক করে
পুলিশ। তবে তদন্তে সজীব কাজীর বিরুদ্ধে কোনও অপরাধ না পাওয়ার তাকে ছেড়ে দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version