মাদারীপুরে সাংবাদিকসহ তিন ভাইকে কুপিয়ে জখম

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক শহিদুল ইসলাম লিখন মুন্সি ও তার দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ বুধবার (৬ জুলাই) দুুপুরে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিখন মুন্সি দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকা অতিক্রমকালে কয়েকজন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে এলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সাংবাদিকের ওপর এমন হামলায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, চলতি বছর ২৩ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে আহতদের পরিবার দাবী করেছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply