আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো? স্বাক্ষীকে শেখ হাসিনার আইনজীবীর প্রশ্ন

|

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বেলা ১১টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। মাঝখানে কিছুক্ষণ বিরতি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী হিসেবে আজ দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি তুলে ধরেন। এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু ও অপরজন এনটিভির রংপুর করেসপন্ডেন্ট এ কে এম মঈনুল হক।

তারা জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে তাদেরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সাংবাদিক মঈনুল হককে জেরার সময় তার উদ্দেশে এই আইনজীবী প্রশ্ন রাখেন, আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো? জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী মঈনুল হক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply