Site icon Jamuna Television

চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া সমাপ্ত

চীনের সঙ্গে জাপান সাগরে তিনদিনের যৌথ নৌ মহড়া সমাপ্ত করেছে রাশিয়া। বুধবার (৬ আগস্ট) ‘ম্যারিটাইম ইন্টার‍্যাকশান ২০২৫’ নামের যৌথ নৌ মহড়ার শেষ ধাপে অংশ নেয় দুদেশের যুদ্ধজাহাজ ও সামরিক বিমান। খবর বার্তা সংস্থা আল জাজিরার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় যৌথভাবে যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি হামলার প্রশিক্ষণ চালানো হয়। এছাড়াও, শত্রুপক্ষকে সাবমেরিন যুদ্ধে পরাজিত করতেও বিশেষভাবে প্রশিক্ষণে অংশ নেয় দুদেশের নৌবাহিনী। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে যৌথভাবে টাস্ক ফোর্স গঠন করবে দুই দেশ।

এর আগে, রোববার থেকে শুরু হয় চীন-রাশিয়ার তিন দিনের যৌথ নৌ মহড়া। তারও আগে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি পোস্টে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশনা দেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এএম


Exit mobile version