Site icon Jamuna Television

দলের অবনমন হলে বেতন কাটা যাবে ফুটবলারদের

নতুন একটি চুক্তি হয়েছে ইতালিয়ান ফুটবলারস অ্যাসোসিয়েশন ও সিরি আ’র মধ্যে। যেখানে ইতালির শীর্ষ লিগ থেকে কোনো দল সিরি বি’তে নেমে গেলে দলটির খেলোয়াড়দের বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয় নতুন চুক্তিতে।

মঙ্গলবার (৫ আগস্ট) পাঁচ বছরের এই চুক্তি ঘোষণা করা হয়। সিরিআ থেকে অবনমন হওয়া ক্লাবগুলোর ওপর আর্থিক চাপ কমাতে বেতন কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো শেষের পর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম।

তবে দলগুলোর সঙ্গে আগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। অবনমনের পর যদি কোনো দল আবার সিরি আ’র মূল পর্বে ফিরে আসে, তাহলে আবার ফুটবলারদের দেয়া হবে পূর্ণ বেতন। চুক্তিতে খেলোয়াড়ের বয়সের ওপর ভিত্তি করে একটি ন্যূনতম বেতন কাঠামোও ঠিক করা হয়েছে। যা অবনমনের পরেও কমানো যাবে না।

এদিকে, ২০২৫-২৬ মৌসুম থেকে সিরি আ’র ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। রেফারিরা এখন থেকে স্টেডিয়াম ও টেলিভিশনের দর্শকদের জন্য ভিএআরের সিদ্ধান্ত ঘোষণার সরাসরি ব্যাখ্যা প্রদান করবেন।

ইতালির আগে এ ধরনের সিদ্ধান্ত ঘোষণার ব্যবস্থা ইংল্যান্ড ও জার্মানিসহ কয়েকটি ইউরোপিয়ান দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ফিফাও টুর্নামেন্টে এমনটি করে থাকে।

/এএম

Exit mobile version