Site icon Jamuna Television

পটিয়ায় যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের পটিয়ায় দিন মোহাম্মদ নামে এক যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ১০ টার দিকে পটিয়ার কুসুমপুড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিন মোহাম্মদ গোরানখাইন এলাকা যুবলীগের কর্মী।

পুলিশ জানায়, বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালায় দিন মোহাম্মদের ওপর। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দিন মোহাম্মদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার চুরুখালিতে আওয়ামী লীগ সমর্থকদের হামলা করেছে যুবদলের কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।

Exit mobile version