Site icon Jamuna Television

রংপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর ধাপ এলাকা থেকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আহসান ইউসুফ পাভেল (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার পাভেল ছাত্রদলের সাবেক নেতা।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব জানান, বুধবার দিবাগত রাত দেড়টায় ধাপ আরজি ক্লিনিকের পাশে নিজ বাড়ি থেকে পাভেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, পরে গ্রেফতার পাভেলকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএম

Exit mobile version