Site icon Jamuna Television

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি আজ, চার দশকের সংঘাতের অবসান

ফাইল ছবি

হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবে আজারবাইজান-আর্মেনিয়া। আজ শুক্রবার (৮ আগস্ট) দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এতে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। তার দাবি, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটবে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের। পোস্টে দুই দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দিবে আর্মেনিয়া। যা দেশটির নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও, বিদ্যুৎ-জ্বালানি সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। এটি আজারবাইজানের অংশ হলেও এর সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিগতভাবে আর্মেনীয়। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

গেল চার দশকে অঞ্চলটি নিয়ে একাধিক দফায় যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী। এরপর গত মার্চে দেশ দুটির কর্মকর্তারা এক ঘোষণায় জানান, শান্তিচুক্তির একটি খসড়ায় উভয় দেশই সম্মতি দিয়েছে। ট্রাম্পের কথা অনুযায়ী, আজ অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক শান্তিচুক্তি।

/এএম

Exit mobile version