নিরাপদ নগরীর প্রত্যয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ অনুষ্ঠিত

|

পরিছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদফতর থেকে ম্যারাথন শুরু হয়।

পরিবেশবাদী সংগঠন ব্রাইটার্স ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যৌথভাবে এ আয়োজন করে।

সাড়ে সাত কিলোমিটার এই ম্যারাথনে অংশগ্রহণ করে ৫০০ জন। ২৫.৩০ সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার দৌড় শেষ করে প্রথম হয়েছেন আশরাফুল আলম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পলাশ শেখ ও মো. ওয়ালিউল্লাহ।

দৌড়ের গুরুত্ব তুলে ধরে ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, শরীর গঠনে দৌড়ের কোনো বিকল্প নেই। রোগমুক্ত ও হাসপাতাল থেকে দূরে থাকতে নিয়মিত দৌড়ানো উচিত।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্যতার নগরী গড়ে তুলতে নগরবাসীদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply