Site icon Jamuna Television

এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিলো পাকিস্তান

পেহেলগাম ইস্যুর পর দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তো বটেই, ভারত-পাকিস্তানের ক্রীড়াজগতেও লেগেছে এর নেতিবাচক আঁচ। একাধিক বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েই চলেছে দেশ দুটি। ক্রিকেটের পর এই রেশ এখন হকিতেও।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি। পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোয় এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, আসলে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এশিয়া কাপে অংশ নিতে পারবে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

তিনি আরও বলেন, ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দিতে প্রস্তুত থাকলেও, পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, এ সিদ্ধান্তের ফলে চেন্নাই ও মাদুরাইয়ে নভেম্বরে অনুষ্ঠিব্য জুনিয়র বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে। এর আগেও উরি ও পাঠানকোটে হামলার পর ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে অংশ নেয়নি পাকিস্তান।

/এমএইচআর

Exit mobile version