নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ালো পাকিস্তান

|

পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫০ শতাংশ বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে পিসিবির চুক্তিতে থাকা ২০ জন শীর্ষ ক্রিকেটার এই তালিকায় আছেন।

২০২৫-২৬ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। আগে থাকা এ, বি, সি, ডি ক্যাটাগরির সঙ্গে ইমার্জিং ক্রিকেটারদের রাখা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সবশেষ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা দুজন তরুণীকে রাখা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি।

নতুন এই চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply