Site icon Jamuna Television

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ ইন

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন নারী ও পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্র জানায়, ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে বিএসএফের পুশ ইন করা ৪ যুবক, ৭ নারী ও ৩ শিশুসহ মোট ১৪ জনকে হেফাজতে নেয় বিজিবি।

অন্যদিকে ভোরে সাপাহার বামুনপাড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ দুই নারীকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। সকালে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছে পুলিশ।

/এসআইএন

Exit mobile version