Site icon Jamuna Television

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের

নতুন মৌসুম শুরু আগে নিজের সেরা ফর্ম ধরে রাখতে ব্যস্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রাক মৌসুমে রিও অ্যাভেকের বিপক্ষে মাঠে নেমেছিল তার দল আল নাসর। রোনালদো জাদুতে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে সৌদি ক্লাবটি। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন এ পর্তুগিজ সুপারস্টার।

শুক্রবার (৮ আগস্ট) এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। লিড নিতেও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটেই এগিয়ে যায় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনালদো স্কোর করলে ব্যবধান আরও বেড়ে যায়। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এর ঠিক পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন সিআরসেভেন।

উল্লেখ্য, আগামী রোববার স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে প্রাক মৌসুমের আরেকটি ম্যাচে মাঠে নামবে আল নাসর।

/এমএইচআর

Exit mobile version