Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ প্রায় চার লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রামগড় উপজেলার সোনাইপুল বাজারে এ অভিযান চালানো হয়। দুই ঘণ্টার এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জননী মেডিকেল নামের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এটিএম

Exit mobile version