Site icon Jamuna Television

কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩ জন আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

তারা হলেন— টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার শ্রী রনি মহন্ত ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান। এ সময় তিনি তমাল ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ হতে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। একপর্যায়ে তার দেয়া তথ্যমতে পরের দিন ৬ আগস্ট সকালে ওই রুমে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ১টি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা ১টি বেল্ট, লোহার তৈরি ২টি আংটা, ১০ ফুট লম্বা ১টি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে বন্দিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, জেল হতে পলায়নের জন্য প্রস্তুতির সহায়ক উপকরণ হিসেবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করতো অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।

সহকারী কারা মহাপরিদর্শক ফরহাদ হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি পালানোর অপেক্ষায় ছিল। গত বছরের ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হলে তারা সুযোগ পেলে কারাগার থেকে পালিয়ে যেত। এ ছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, হাই সিকিউরিটি কারাগারের জেলার একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এসআইএন

Exit mobile version