Site icon Jamuna Television

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ফ্রান্স, কানাডা এবং যুক্তরাজ্য সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এরপরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছা নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটির দখল নেয়ার জন্য ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) প্রেরণের ঘোষণা দেয়ার পরও যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে ভ্যান্স স্পষ্ট করেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ভ্যান্স বলেন, ‘আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কোনো পরিকল্পনা নেই।’

তিনি যোগ করেন, ‘ফিলিস্তিনে কোনো কার্যকর সরকার না থাকায় সেখানে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রকৃত অর্থ কী হবে, তা আমি বুঝতে পারছি না।’

ভ্যান্স এই অঞ্চলে প্রশাসনের দুটি মূল লক্ষ্যের ওপর জোর দেন: হামাসকে হুমকি হিসেবে নির্মূল করা এবং গাজায় মানবিক সংকট মোকাবিলা করা।

ভ্যান্স বলেন, 

‘আমরা চাই হামাস আর কখনও নিরীহ ইসরায়েলি নাগরিকদের আক্রমণ করতে না পারে, এবং আমরা মনে করি এটি হামাসের সম্পূর্ণ উৎখাতের মাধ্যমেই সম্ভব। দ্বিতীয়ত, গাজার মানবিক সংকটের ভয়াবহ ছবি দেখে প্রেসিডেন্ট অত্যন্ত মর্মাহত হয়েছেন, তাই আমরা নিশ্চিত করতে চাই যে এই সমস্যার সমাধান হয়।’ 

গাজা সিটি দখলের বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করতে বলা হলে, ভ্যান্স সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানান এবং চলমান কূটনৈতিক আলোচনার কথা উল্লেখ করেন। তিনি যোগ করেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই মিডিয়াকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেন।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version