ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন কমিটি দিয়েছে ছাত্রদল। প্রতিটি আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
শুক্রবার (৮ আগস্ট) হলগুলোতে নয়া কমিটি ঘোষণার পর বিতর্কিতদের পদায়ন করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনকে কমিটির সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
/এমএন

