Site icon Jamuna Television

হ্যামস্ট্রিং ইনজুরিতে লেভানডোভস্কি

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এই চোটের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচে পোলিশ এই স্ট্রাইকারকে পাবে না কাতালান ক্লাবটি।

গতকাল শুক্রবার (৯ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বার্সেলোনা লেভানডোভস্কির ইনজুরির কথা নিশ্চিত করেছে। তবে ঠিক কত দিন পর মাঠে ফিরবেন, তা জানানো হয়নি।

নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই চোট। আগামী রোববার হুয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ মিস করবেন এই স্ট্রাইকার। শুধু তাই নয়, ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেও লেভানডোভস্কিকে পাবে না বার্সেলোনা। এমনকি আরও কিছু ম্যাচ মিস করতে পারেন লেভানডোভস্কি।

/এসআইএন

Exit mobile version