Site icon Jamuna Television

স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, অভিযুক্ত স্বামী পলাতক

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পালিয়েছেন অভিযুক্ত স্বামী। শুক্রবার (৮ আগস্ট) জেলার শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।

শেরপুরের শ্রীবরদি থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অসুস্থ শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখভাল করতেন খলিলুর। বৃদ্ধ বয়সে সেবা করা নিয়ে ভুগছিলেন মানসিক অশান্তিতে।

এরই জেরে শুক্রবার সকালে ঘর থেকে স্ত্রীকে টেনে বাড়ির উঠানে কবর দেয়ার চেষ্টা করেন। ভিডিওটি দেখার পর রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্ত খলিলুর রহমান।

/এমএইচ

Exit mobile version