Site icon Jamuna Television

আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

ফাইল ছবি

জুলাই ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে। তাছাড়া আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো এখনই বাস্তবায়ন করার প্রয়োজন। সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদ অনুযায়ী আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসি তারা সবাই রাষ্ট্রদ্রোহী। জুলাই সনদকে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে। সকল দলের সাথে আলোচনা করে প্লোক্লেমেশন জারি করতে হবে। অন্যথায় অনেক নেতাকেই ফাঁসির মঞ্চে যেতে হবে।

নির্বাচন নেয়ে এবি পার্টির এই নেতা বলেন, নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন করতে পারবে কি না সন্দেহ রয়েছে। কমিশন যে গতিতে আগাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই। নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তত বাড়বে। তবে ভোটের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। এ সময় প্রশাসনে এখনো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version