Site icon Jamuna Television

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ৮টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট দেয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌকার জয় হবেই, বিজয় নিশ্চিত। এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও জানান তিনি। তারপরও জনগণ যে রায় দেবে তা তিনি মেনে নেবেন বলে উল্লেখ করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Exit mobile version