স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:
মেরুদণ্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মুন্সিগঞ্জের সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দীন।আধুনিক চিকিৎসায় এই রোগটির নির্মূল সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অর্থের অভাবে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না পরিবারের।
ফখরুদ্দীন রাসেল মুন্দীগঞ্জের সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার সাহিত্য সম্পাদক।
সাংবাদিক ফখরুদ্দীন জানান, ২০২৩ সালের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা পরীক্ষা-নিরিক্ষার পর তার মেরুদণ্ডে ক্যান্সার ধরা পড়ে। এরইমধ্যে তেরটি রেডিওথেরাপি ও ছয়টি কেমোথেরাপি নিয়েছেন তিনি। আরও ৪টি কেমোথেরাপি নিতে হবে। প্রতিটিতে খরচ প্রায় ৯০ হাজার টাকা।
এই সাংবাদিক আরও বলেন, ক্যান্সারের চিকিৎসায় এখন পর্যন্ত ২০ থেকে ২২ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অর্থ সংকটে বর্তমানে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য সরকার ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।
বর্তমানে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের (পিজি হাসপাতাল) ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সারোয়ার আলমের তত্ত্বাবধানে সাংবাদিক ফখরুদ্দীনের চিকিৎসা চলছে।
চিকিৎসার জন্য কেউ সহযোগিতা পাঠাতে চাইলে ০১৮৩৮৫৫৯৩৪০ (বিকাশ) পার্সোনাল নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন সাংবাদিক ফখরুদ্দীন।
/আরএইচ

