Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পতেঙ্গা ১৮ নম্বর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মরদেহগুলো ভেসে আসলে স্থানীয়রা দেহগুলো তীরে উঠিয়ে নিয়ে আসে। পরে খবর পেয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ জানায়, বিকেলে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে মরদেহ দুটি ভেসে আসে। মরদেহ দুটি কাদের তা এখনও শনাক্ত করা যায়নি। নিখোঁজ জেলেদের পরিবার আসলে মরদেহগুলো শনাক্ত করা যাবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফিশিং বোটের ধাক্কায় আনিকা একটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, ওইদিন সকালে চট্টগ্রামের ফিশারীঘা থেকে ১৯ জন জেলে নিয়ে আনিকা নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা দিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় পেছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।

/আরএইচ

Exit mobile version