Site icon Jamuna Television

উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে উল্লেখ করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে তিনি বলেন ৮ জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে বিএনপির কোনও সম্পর্ক নেই। আমি স্পষ্টভাষায় বলতে চাই সেই বক্তব্যের দায় সম্পূর্ণ তার নিজের। দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তবর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের সততার ওপর আস্থা রাখি।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টার দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন।

/এএইচএম

Exit mobile version