Site icon Jamuna Television

২৪ এর হত্যাযজ্ঞের পর এখনও আ. লীগের কোনও অনুশোচনা নেই: আব্দুল মঈন খান

ফাইল ছবি।

২৪ এর হত্যাযজ্ঞের পর এখনও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ তাদের কর্মের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সেখান থেকে তাদের শিক্ষা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচএম

Exit mobile version