Site icon Jamuna Television

নিউমার্কেট থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ, গ্রেফতার ৯

রাজধানীর নিউমার্কেট থেকে সামুরাইসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। শনিবার (১০ আগস্ট) রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাহিনীটি।

সেনাবাহিনী জানায়, নিউমার্কেটের ৩টি দোকানের গোপন স্থান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়। পাশাপাশি এর সাথে জড়িত ৯ জন বিক্রেতাকে আটক করা হয়। অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে থাকে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাহিনীটি আরও জানায়, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এই ধরনের অস্ত্র দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও এগুলো ব্যবহার করে থাকে। অস্ত্রগুলো প্রকাশ্যে বিক্রি করা হতো না।ক্ষেত্রবিশেষে তা বাড়িতে পৌঁছে দেয়া হতো বলে জানিয়েছে আটককৃতরা।

/আরএইচ

Exit mobile version