Site icon Jamuna Television

ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, মিলবে তেল-চিনি ও ডাল

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিয়মিত বিক্রির পাশাপাশি আজ রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হবে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ঢাকা মহানগরে প্রতিদিন প্রতিটি ট্রাকে ৫০০ সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।

এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লা মহানগরে তিনটি, ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালী ও বাগেরহাটে পাঁচটি করে ভ্রাম্যমাণ ট্রাক ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া) দৈনিক পণ্য বিক্রয় কার্যক্রম চালাবে।

ভোজ্য তেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসুর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রয় মূল্য আগের মতোই বহাল থাকবে। 

/এমএইচ

Exit mobile version