Site icon Jamuna Television

‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই: এনবিআর

আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক ধারণা প্রসূত ভুল পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। ফেসবুকে যে পোস্টটি ভেসে বেড়াচ্ছে সেটিকে ভুল আখ্যা দিয়ে এনবিআর জানিয়েছে, জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সকল পোস্টে, রিটার্ন পূরণের সবকয়টি ঘর “শূণ্য” হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে, ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা রিটার্নে অসত্য ঘোষণা প্রদান করছে।

করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না বলে জানায় এনবিআর। তবে কর প্রদেয় না হলেও, সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

/এটিএম

Exit mobile version