Site icon Jamuna Television

কুয়াকাটায় ধরা পড়লো রঙিন সামুদ্রিক মাছ ‘অ্যাঞ্জেলফিশ’

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

কুয়াকাটায় এবার জেলের জালে ধরা পড়েছে একটি রঙিন প্রজাতির সামুদ্রিক মাছ। মাছটি দেখতে একুরিয়ামের মাছের মতো মনে হলেও স্থানীয়দের কাছে এটি ‘অ্যাঞ্জেলফিশ’ নামে পরিচিত। রোববার (১০ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে উৎসুক লোকজন একনজরে সেটি দেখতে ভিড় জমায়।

জেলে আনোয়ার মাঝি জানান, মাছটি ধরা পড়েছে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ট্রলারে, যেখানে অন্যান্য মাছের সঙ্গে এটি ধরা পড়ে।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, অ্যাঞ্জেলফিশ নামে এই মাছটি প্রধানত ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল অঞ্চলগুলোতে পাওয়া যায়। এর দৈর্ঘ্য সর্বোচ্চ ৪০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি খুবই বিরল।

তিনি আরও বলেন, এর বৈজ্ঞানিক নাম পোমাক্যান্থাস ইম্পেরেটর। ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের এই মাছের গাঢ় নীল রঙের পেছনে হলুদ দাগ এবং মুখে নীল-কালো মাস্কের মতো বিশেষ আকৃতি রয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, অ্যাঞ্জেলফিশ বাংলাদেশের উপকূলে খুবই বিরল। এটি গভীর সমুদ্রে বাস করে এবং অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়েছে। এটি জেলেদের জন্য সুখবর, কারণ এর ব্যবসায়িক মূল্য ভালো।

/এসআইএন

Exit mobile version