Site icon Jamuna Television

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও তুহিন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা করেসপনডেন্ট: 

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রমাণ। দেশের নানা প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতি প্রমাণ করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

এ সময়, বক্তারা দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, এই আইন কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে।

দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, জনকণ্ঠ প্রতিনিধি সুদীপ্ত শামীম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ।

/এএইচএম

Exit mobile version