
বগুড়ায় দুদকের শুনানি চলাকালে অনুষ্ঠান মঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন এক ক্ষুব্ধ বৃদ্ধ। রোববার (১০ আগস্ট) জেলা শহরের শহীদ টিটু মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ক্ষুব্ধ বৃদ্ধ জানান, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় প্রতিবাদস্বরূপ অনুষ্ঠান মঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন তিনি।
তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন কারো কাছে কোন বিচার পাইনি। পুলিশ বলে পাঁচ বছর সময় লাগবে তদন্ত করতে। আজকে অভিযোগ দিতে গেলেও অভিযোগ নেয়নি। বছরের পর বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরেও সমস্যার সমাধান হয়নি। এ সময়, ঘটনাটির জন্য আইনের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি।
উল্লেখ্য, আজ দুদকের গণশুনানিতে বিভিন্ন দফতরের সেবা পেতে হয়রানির শিকার নাগরিকরা তাদের অভিযোগ তুলে ধরেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেয়া হয়। এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতারণা নিয়ে অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগের শুনানিতে বিশ্ববিদ্যালয়টি ভুয়া প্রমাণিত হলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আটক করা হয় ওই জড়িত দু’জনকে। শুনানিতে যেসব অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়নি পদ্ধতিগতভাবে পর্যায়ক্রমে দ্রুত সেগুলো সমাধানের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান।
/এএইচএম



Leave a reply