Site icon Jamuna Television

সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়ানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

রাজধানী ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও এক সংবাদ সম্মেলনে জানান তারা।

আজ রোববার (১০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় নিহত সোহাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তার পরিবার।

এ সময় তারা অভিযোগ করেন, সোহাগ হত্যার মূল আসামি ও নির্দেশদাতা টিটু বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। এতে আতঙ্কে আছেন রয়েছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় একটি দোকানের তালা খুলে নিজের মোটরসাইকেল বের করে নিয়ে যায় টিটু। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

/এএইচএম

Exit mobile version