Site icon Jamuna Television

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা এ তথ্য নিশ্চিত করে। তবে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে এসব দলের নিবন্ধন দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় কমিশন।

এর আগে, গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধন পেতে আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। দলগুলোকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে দলের কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এছাড়াও কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়।

উল্লেখ্য, আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

/এএইচএম

Exit mobile version