
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশন ও নিরাপত্তা ইস্যুতে জোর দিচ্ছে তারা। এ কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, গতানুগতিক নির্বাচন করা থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য সীমাবদ্ধতা থাকলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে তাগাদা দেন তিনি।
তিনি আরও জানান– সিইসি বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এক্ষেত্রে কমিশন তার সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে।
নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ আসনের সীমানা বাড়ানোর বিষয়ে আপত্তি জানাতে ইসিতে যান উল্লেখ করে মো. তাহের বলেন, তার আসনে ৪ লাখের বেশি ভোটার থাকলেও নতুন একটি উপজেলাকে যুক্ত করা হয়েছে।
/এএম



Leave a reply