Site icon Jamuna Television

পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক আবারও গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কিশোর গ্যাং গ্রুপ আশিক বাহিনীর প্রধান আশিককে আবারও গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (১০ আগস্ট) রাতে এক অভিযানে যৌথ বাহিনীর হাতে তিনি গ্রেফতার হন।

আশিকের বিরুদ্ধে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিন পেয়ে আশিক আবার একই কর্মকাণ্ড শুরু করে।

দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। মিরপুরের পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হয় আতঙ্কের মধ্যে।

উল্লেখ্য, যমুনা টেলিভিশনে এই কিশোর গ্যাং গ্রুপটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


Exit mobile version