Site icon Jamuna Television

আরপিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার ৯ম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও, আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি।

নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ-সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক পাশ’, একজন প্রার্থী সর্বোচ্চ দু’টির বেশি আসনে প্রার্থী না হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, খসড়ায় এমন প্রস্তাব করেছে ইসি।

/এএইচএম

Exit mobile version