Site icon Jamuna Television

মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো অরল্যান্ডো

মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া একটি করে গোল করেন মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে ইন্টার এন্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির দুই মিনিটেই মুরিয়েলের গোলে লিড নেয় অরল্যান্ডো। ৩ মিনিট পরই ব্রাইটের গোলে সমতায় ফেরে মায়ামি। স্কোরলাইন ১-১ রেখে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে চেপে ধরে অরল্যান্ডো। ৫০ মিনিটে জোড়া গোল করে স্কোরশিটে নাম তুলেন মুরিয়েল। এরপর ৫৮ মিনিটে ওজেদা ও ৮৮ মিনিটে প্যাস লিচের গোলে ৪-১ ব্যবধানের হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অরল্যান্ডো। সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। তাদের থেকে ৩ ম্যাচ কম খেলে ২৩ ম্যাচ ৪২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে মায়ামি।

এর আগে, গত ৩ আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। ইনজুরির কারণে লিগস কাপে পুমাসের বিপক্ষে ম্যাচ মাঠে ছিলেন না মেসি। লিগস কাপের সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্লোরিডার দলটি। কিন্তু মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের সর্বোচ্চ গোলদাতা মেসিকে ছাড়া খেলতে নেমে লিগের ম্যাচে বড় হারের দেখা পেল ইন্টার মায়ামি।

/এএইচএম

Exit mobile version