Site icon Jamuna Television

মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করতে যাচ্ছে দুদক।

আজ সোমবার (১১ আগস্ট) কমিশন এই মামলাগুলোর অনুমোদন দেয়। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন বলে জানা গেছে।

মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন না করেই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়। মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত রয়েছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ আরও তিনজন।

/এএইচএম

Exit mobile version