Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব পেলো পেটুনিয়া নামের একটি বুলডগ

বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর এর খেতাব পেলো পেটুনিয়া নামের একটি বুলডগ। শুক্রবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘সবচেয়ে কুৎসিত কুকুর কে’ তা নির্বাচনে রীতিমতো জাঁকজমকপূর্ণ এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘ওয়ার্ল্ড’স আগলিয়েস্ট ডগ’ আয়োজনের এবারের আসরের খেতাবজয়ী পেটুনিয়ার বয়স মাত্র ২ বছর। দেখতে সবচেয়ে উদ্ভট হওয়ার পুরস্কার হিসেবে ৫ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার পেয়েছে সে।

পেটুনিয়া

নিউইয়র্ক টাইমসের সূত্রমতে, পেটুনিয়া মূলত লোমহীন ইংরেজি-ফরাসি বুলডগের মিশ্রণ। কুকুরটি ১০ জন প্রতিযোগীকে পরাজিত করে এই খেতাব জিতেছে। এর বাইরে শক্ত অবস্থানে ছিল ৮ বছর বয়সী চাইনিজ ক্রেস্টেড লিটল প্রিন্স ওয়ান্ডার এবং ১৩ বছর বয়সী চিহুয়াহুয়া নেজুমি।

অপরদিকে, পুরস্কার না পেলেও আনন্দ আয়োজন উপভোগ করেছে প্রতিযোগী অন্যান্য পোষা প্রাণীর মালিকরাও।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর বাছাইয়ের প্রতিযোগিতাটি প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৭০ সাল থেকেই পোষাপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে কুকুরপ্রেমীরা অংশ নেন এতে।

ছবি: ইউরো নিউজ

/এএইচএম

Exit mobile version