Site icon Jamuna Television

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নামলো বাংলাদেশ

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নামলো বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের ২০ দলের মধ্যে ৯ থেকে আবারও দশম স্থানে নেমে গেছে টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদে এই সংস্করণে অবনমন হয়েছে বাংলাদেশের। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে।

সবশেষ শ্রীলঙ্কার মাটিতে একটি ওয়ানডে জয় পাওয়ার পর দশ থেকে ৯ নম্বরে উঠে এসেছিল টিম টাইগার্স। এবার না খেলেই আবারও অবনমন হলো শান্ত-লিটনদের। এর আগে, ২০২৫ সালের মে মাসে আবার দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা এখন নবম, আর এক পয়েন্ট কম নিয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা।

এদিকে, এক ধাপ নেমে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পঞ্চম স্থানে এবং এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, আর দ্বিতীয় স্থানে রয়েছে রানার্সআপ নিউজিল্যান্ড।

/এসআইএন

Exit mobile version