Site icon Jamuna Television

১৪ আগস্ট থেকে শুরু হবে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ শুরু হবে আগামী ১৪ আগস্ট। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ভিক্টোরীতে সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য।

হাব জানায়, এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ্জ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেইসাথে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেয়া হলেও কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে না। বিমান ভাড়া সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করে হাব।

হাব আরও জানায়, বাংলাদেশের হজযাত্রীদের অধিকাংশই দেশের গ্রামীণ এলাকায় বাস করেন। বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হলেও, এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন আয়োজকরা।

/এএইচএম

Exit mobile version