Site icon Jamuna Television

ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৬৮ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০৩ জন, যাদের মধ্যে ৬০ জন পুরুষ ও ৪৩ জন নারী।

এর আগে, সোমবার (১১ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৯৯ জনে।

/এএম

Exit mobile version