স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:
শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে (৪২) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর) এর একটি দল।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ জানায়, আটককৃত বাবুল জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। সেইসাথে, তার নামে দুটি হত্যামামলাও বিচারাধীন। স্থানীয়দের দীর্ঘদিন আতঙ্কে রাখা বাবুল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।
অপরদিকে, আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএইচএম

